শিলিগুড়ি,১৪ নভেম্বর : ট্রেনে যাত্রী সেজে মাদক খাইয়ে সহযাত্রীকে লুঠ করার ঘটনা নতুন নয়। ফের সেই একই কায়দায় প্রতারণার শিকার হলেন শিলিগুড়ির এক চিকিৎসক। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে ফেরার পথে ট্রেনেই পরিচয় হয় মফিজ উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে।
মিষ্টি কথায় এবং আন্তরিকতার ভান করে দ্রুতই চিকিৎসকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে ফেলে ধৃত মফিজ। কথার ছলে খাবারের নামে চিকিৎসককে অজান্তে মাদক মিশ্রিত কিছু খাইয়ে অচেতন করে দেয় সে। সুযোগ বুঝে চিকিৎসকের টাকা, মোবাইলসহ মূল্যবান সমস্ত সামগ্রী নিয়ে গা-ঢাকা দেয় প্রতারক।
নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে জ্ঞান ফিরতেই ঘটনার সত্যতা বুঝতে পারেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে তিনি জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাস থেকে তদন্ত শুরু করে জিআরপি। অবশেষে তদন্তে সূত্র ধরে আসামের বাসিন্দা মফিজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে জিআরপি। রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ, যাতে পুরো চক্র এবং সহযোগীদের বিষয়ে আরও তথ্য পাওয়া যায় ।