শিলিগুড়ি, ২৯ জুলাই: উত্তরবঙ্গের উপর যেন প্রকৃতির বিষ নজর। টানা বর্ষণে ফুলেফেঁপে উঠেছে তিস্তা নদী, আর তাতেই পাহাড়ে নেমেছে বিপর্যয়। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় জাতীয় সড়ক ১০-এর উপর দিয়ে বইছে নদীর জল। কালিম্পং ও দার্জিলিংয়ের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। চালু হয়েছে বিকল্প রুট।


পাহাড়ি এলাকাগুলিতে মাটি ক্রমশ আলগা হয়ে পড়েছে। ধস নামার প্রবল সম্ভাবনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে গ্রামবাসীদের নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে পাহাড়মুখী পর্যটন আপাতত বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকার্য চালাতে মোতায়েন হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাহাড়ের রাস্তাগুলি এখন কার্যত শূন্য।
উত্তরবঙ্গ এখন প্রকৃতির অগ্নিপরীক্ষায়, আর চোখে চোখ রেখে সেই লড়াই চালাচ্ছে পাহাড়বাসী।