
শিলিগুড়ি, ২৮ জুলাই: আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ শিলিগুড়ির এয়ার ভিউ মোড় সংলগ্ন একটি বেসরকারি হোটেলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও ছাত্র পরিষদের সদস্যরা।
সভায় তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “প্রতিবছরের মত এ বছরও প্রতিষ্ঠা দিবসের সমাবেশ অত্যন্ত সফল হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র পরিষদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকবেন।”