শিলিগুড়ি, ১৪ নভেম্বর: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই শিলিগুড়িতে শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় গেরুয়া শিবিরের কর্মীদের আনন্দ মিছিল, ঢাকের তালে নাচ-গান, মিষ্টি বিতরণ এবং আবির খেলায় মাতোয়ারা পরিবেশ।
এদিন দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে ভেনাস মোড় থেকে একটি মিছিল বের করে এরপর হিলকার্ট রোড সেবক রোড বিধান রোড হয়ে ফের ভেনাস মোড়ে এসে মিছিল টি সেস করে । বিভিন্ন এলাকায় বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা একত্রিত হয়ে বিজয় উদযাপন করেন। অনেক জায়গায় পথচলতি মানুষকে মিষ্টি মুখ করানো হয়। বিজেপি কর্মীদের দাবি, এই ফলাফল জনগণের আস্থা ও উন্নয়নের রাজনৈতিক বার্তা বহন করছে।
বিহারের এই জয়ের পর উত্তরবঙ্গ জুড়ে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে আরও চাঙা ভাব আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল।