
ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জা খাঁ খুনের গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী। এবার গ্রেফতার হলেন আজাহারউদ্দিন মোল্লা। এখনও পর্যন্ত রেজ্জাক খাঁ খুনে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকালই ভাঙড়ের এই হত্যাকাণ্ডে বড় মোড় দিয়েছিল পুলিশ। রেজ্জাককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে। রেজ্জাকের পাশের বুথের সভাপতি তথা ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য ছিলেন এই দাপুটে নেতা। এবার পুলিশের জালে আরও এক তৃণমূল কর্মী।