
মালদা, ১৯ জুলাই: মালদা জেলা পরিষদের চার তলায় শুক্রবার সকালে আচমকাই ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ।
জানা গেছে, জেলা পরিষদের চারতলায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং সেকশন, যেখানে সংরক্ষিত রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রাথমিকভাবে অনুমান, নতুন বসানো এসি মেশিন থেকেই শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত। ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্তার দাবি, গতকালই একটি নতুন এসি বসানো হয়েছিল, এবং সেটি নিয়ে সমস্যা হওয়ায় ঠিকাদার সংস্থাকে জানানো হয়েছিল।
অবশ্য দমকল এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে চূড়ান্ত মত দেয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব ও অন্যান্য আধিকারিকেরা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।