
শিলিগুড়ি : রবিবার শিলিগুড়ি বান্ধব সংঘ দূর্গা পূজার সম্পূর্ণ হল। এ বছর বান্ধব সঙ্গে ৭৮ তম বর্ষ পদর্পণ করবে তাদের ক্লাবের দুর্গাপূজা, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দিনের মাধ্যমে তাদের ক্লাবের এই দুর্গাপূজাকে ফুটিয়ে তোলা হচ্ছে এ বছরও ঠিক তেমনি টিমের মধ্য দিয়েই হবে তাদের এ বছরের দুর্গা পুজো, এ বছর বান্ধব সংঘ ক্লাব মেদনীপুরের শিল্পীদের দিয়ে তাদের মন্ডপ সজ্জা ও আলোকসজ্জা দুটোই তাদের হাত দিয়ে তৈরি হবে, এ বছর তোদের বিশেষ স্লিম হিসেবে থাকছে এই ফুলের সাজে মা দুর্গা মা দুর্গা ও ফুলের সাজে সজ্জিত হবে তার পাশাপাশি মন্ডপ সাজাও থাকবে বিভিন্ন ফুল কাশফুল ময়ূরের পালক সে সমস্ত জিনিস দিয়ে মণ্ডপ ও কারিকার্য করা হবে বলে জানালেন ক্লাব সদস্যরা।।