শিলিগুড়ি, ১২ নভেম্বর: শিলিগুড়ির ফুলেশ্বরী রেলগেটে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। রেলে কাটা পড়ে মৃত এক যুবক। মৃত সেই যুবকের নাম বাপি পাল ।
ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং মুক্তধারা ফাউন্ডেশনের ডেড বডি সংগ্রহ টিম। তারা মিলে তড়িঘড়ি যুবককে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বাপি পাল (বয়স আনুমানিক ৩০ থেকে ৩২)। তিনি ওই এলাকারই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় প্রতিদিন রাতেই বাপি এবং কয়েকজন স্থানীয় যুবক ওই রেলগেটের পাশে বসে নেশাজাতীয় দ্রব্য সেবন করত। প্রত্যেকদিনের মতো আজও বাপি নেশার সামগ্রী কিনে নিয়ে রেলগেটের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। সেই সময়েই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি।