
শিলিগুড়ি বিনয় মোড়ে স্কুটি ছিনতাই ও হামলার অভিযোগ, আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ আহতের
শিলিগুড়ি, ১ আগস্ট: শিলিগুড়ি বিনয় মোড় এলাকায় এক ব্যক্তির উপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুটি চাবি না দেওয়ায় বেধড়ক মারধর করা হয় এবং টাকা নিয়ে নেওয়া হয়। ঘটনার পর আহত ব্যক্তি আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে, শান্তিনগর করুণাময়ী কালী বাড়ি এলাকার বাসিন্দা বাবন বালা গতকাল রাতে বিনয় মোড়ের কাছে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় ওই এলাকার কিছু যুবক স্কুটি ছিনিয়ে নিতে চায়। তিনি অস্বীকার করলে অভিযুক্তরা তার কাছ থেকে জোর করে নগদ টাকা নিয়ে নেয় এবং এরপর তাঁকে মারধর করা হয়। ঘটনায় গুরুতরভাবে আহত হন বাবনবাবু।
ঘটনার পর আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন আহত ব্যক্তি। অভিযোগে তিনি জানান, অভিযুক্তরা এলাকারই পরিচিত যুবক এবং এর আগেও বিভিন্ন সময় এলাকায় অকারণে ঝামেলা সৃষ্টি করেছে। এমনকি তাদের বিরুদ্ধে অতীতেও থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আহতের পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।