
শিলিগুড়ি, ৭ আগস্ট: সাত সকালে খুনের চেষ্টায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের ঘুগনিমোড় এলাকায় এক ব্যবসায়ীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ব্যবসায়ী বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নীরজ ছেত্রী ঠাকুর নামে এক যুবক বুধবার একটি পানের দোকানে ১০০ টাকার একটি নোট খুচরো করতে যায়। ব্যবসায়ী প্রিয়াংশু পাল টাকাটি জাল সন্দেহে খুচরো দিতে অস্বীকার করেন। এরই প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সকালে ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় নীরজ। তার নাক ও গলায় অস্ত্রের কোপ পড়ে বলে জানা গেছে।
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। একজন স্থানীয় ব্যবসায়ী হিমাংশু রায় অভিযোগ করেন, “এই ছেলেটা আগেও একই ধরনের অপরাধ করেছে। আরেক ব্যবসায়ীর পেটে ছুরি মেরেছিল। মাদকও বিক্রি করে নিজের বাড়ি থেকে। আগেও গ্রেফতার হয়েছিল, কিন্তু জামিনে ছাড়া পেয়ে আবার দাদাগিরি শুরু করে দিয়েছে।”
এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, অভিযুক্তকে কড়া শাস্তি দিতে হবে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ভক্তিনগর থানার পুলিশ।