
সাহেবগঞ্জ থানার পুলিশ ৯৮ বোতল কাশির সিরাপ এবং ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের সময় সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলম হোসেন এবং তিনি দিনহাটার দিঘলতাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে দিনহাটা আদালতে হাজির করা হলে বিচারক তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ঘটনার বিবরণ অনুসারে, দিঘলতাড়ি এলাকার বাসিন্দা আলম হোসেন শনিবার রাতে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তিনি নাজিরহাট এলাকায় পৌঁছালে সীমান্তে টহলরত পুলিশ তার বাইক থামায়। তল্লাশির সময় বাইক থেকে ৯৮ বোতল কাশির সিরাপ এবং ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। রবিবার তাকে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, সাহেবগঞ্জ থানা এলাকাটি তিন দিক থেকে সীমান্ত দিয়ে ঘেরা। এই সীমান্ত দিয়ে নিয়মিতভাবে বাংলাদেশে কাশির সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন জিনিস পাচার করা হয়।
এর আগেও সাহেবগঞ্জ থানা এলাকাগুলি থেকে কাশির সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। একদিন আগেও পুলিশ ১,০০০ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যদি সুত্রের কথা বিশ্বাস করা হয়, শনিবার রাতে যে ব্যক্তি কাশির সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়েছিল সেও বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিল। সাহেবগঞ্জ থানা তাকে দিনহাটা আদালতে হাজির করলে আদালত তাকে একদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।