শিলিগুড়ি, ২৫ অক্টোবর: খুঁটি পুজোর মধ্য দিয়ে জগদাত্রি পুজোর শুভ সূচনা করল সুভাষপল্লি জগদাত্রী পূজা কমিটি। এবছর তাদের পুজো পা দিল চতুর্থ বর্ষে। শুরু থেকেই সমাজসেবামূলক উদ্যোগ ও অভিনব ভাবনায় আলাদা পরিচিতি গড়ে তুলেছে এই পুজো কমিটি।
এবছর তাদের পুজোর বিশেষ আকর্ষণ নৈহাটির বড়মা মন্দিরের আদলে তৈরি মনোমুগ্ধকর মণ্ডপ। পাশাপাশি থাকবে ১৪ ফুট উচ্চতার জগদাত্রী মায়ের প্রতিমা ।
পুজোর দিনগুলিতে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা। আগামী রবিবার অনুষ্ঠিত হবে পুজোর উদ্বোধন অনুষ্ঠান, আর সেই উদ্বোধন করবেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। ৩০ অক্টোবর চলবে প্রসাদ বিতরণ অনুষ্ঠান।
সুভাষপল্লি জগদাত্রী পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের লক্ষ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সমাজের সকল শ্রেণির মানুষকে একত্রিত করে আনন্দ ভাগ করে নেওয়া।” শিলিগুড়িতে বড়ো মায়ের পূজো হয়েছে এবং দর্শন করেছে কিন্তু নৈহাটি বড়ো মা মন্দির যারা এখনো যেতে পারে নি তাদের জন্যই এই উদ্যোগ বলে জানান তারা।