
তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ধ্বংসস্তূপ থেকে ৩১ জনের দেহ উদ্ধার হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।’ এদিকে, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মঙ্গলবার ঘটনাস্থলে যেতে পারেন।
সোমবার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরামে একটি রাসায়নিক কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, বিস্ফোরণে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার হতে থাকে একের পর এক দেহ।


dsfksdjfjsf
- dfgfdgv
- gfdgfdg
Ipsam per dolores minus natoque? Rutrum dolorem voluptates euismod pharetra! Rhoncus distinctio cupiditate accusantium. Cillum aliquid.
Ipsam per dolores minus natoque? Rutrum dolorem voluptates euismod pharetra! Rhoncus distinctio cupiditate accusantium. Cillum aliquid.